ফাইল : অভিষেক মনু সিংভি, ছবি - আইএএনএস
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণে মোদী মন্ত্রীসভা এদিন সবুজ সংকেত দিয়েছে। এটা বুঝতে অসুবিধা নেই যে ২০১৯-কে সামনে রেখেই এই সিদ্ধান্ত। উচ্চবর্ণের ভোটব্যাঙ্ককে নিজেদের বাক্সে নিয়ে আসা এর অন্যতম লক্ষ্য। এই অবস্থায় এই ছাড়পত্রকে নির্বাচনী গিমিক হিসাবে দেখছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি দাবি করেন ২০১৯ লোকসভা নির্বাচনের আগে মানুষকে মোহময় আশ্বাস দিয়ে ভোট ব্যাঙ্ক তৈরির চেষ্টা করছে বিজেপি।
উচ্চবর্ণের সংরক্ষণের কথা ঘোষণার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন যশবন্ত সিনহাও। প্রাক্তন অর্থমন্ত্রী মোদী সরকারের এই সিদ্ধান্তকে ‘জুমলা’ বলে দাবি করেছেন। প্রসঙ্গত হিন্দি বলয়ে যথেষ্ট প্রচলিত শব্দ জুমলা। যার অর্থ মিথ্যে প্রতিশ্রুতি। আবার গুজরাটে জুমলা বলতে মানে করা হয় বোকার মত কথা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)