ফাইল : কাশ্মীরে তুষারপাত, ছবি - আইএএনএস
কাস্পিয়ান সাগরের ওপর তৈরি একটি পশ্চিমী ঝঞ্ঝা যে আফগানিস্তান, পাকিস্তান হয়ে এসে কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে প্রভাব ফেলবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমত শুক্রবার থেকে জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে শুরু হয়েছে তুষারপাত। কাশ্মীরের বড় অংশ তুষারে ঢেকেছে। পাহাড়ি এলাকায় তুষারপাতের পরিমাণ বেশি। সমতলে তুলনায় কম। কিন্তু তুষারপাত সর্বত্রই হয়েছে। শুক্রবার বিকেল থেকেই এখানে তুষারপাত শুরু হয়। যা রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে।
শনিবার সকালে কার্যত বরফের চাদরে ঢাকা কাশ্মীরের জনজীবনে তুষারপাত প্রভাব ফেলেছে। তুষারপাতের জেরে দৃশ্যমানতা তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। শনিবার সকালে একটাও বিমান শ্রীনগর থেকে ওড়েনি বা শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে নামেনি। অন্যদিকে শ্রীনগর-জম্মু হাইওয়ে, শ্রীনগর-লেহ হাইওয়ে সহ রাজ্যের বিভিন্ন রাস্তা বন্ধ। প্রবল তুষারপাতের জেরে সেসব রাস্তায় যান চলাচল করতে পারছে না। গুলমার্গ, সোনমার্গে প্রবল বরফ পরেছে। ফলে সেখানেও জনজীবন কার্যত স্তব্ধ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)