National

উপত্যকায় ১ ব্যক্তিকে গুলি করে মারল বন্দুকবাজ

Published by
News Desk

সাধারণ মানুষের ওপর আচমকা হামলা চালাল ১ বন্দুকবাজ। সিমরনজিৎ সিং নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় সে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সিমরনজিৎ। শুক্রবার ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার খাসিপোরা গ্রামে। বন্দুকবাজের পরিচয় জানা যায়নি। গুলি করে সিমরনজিৎকে জখম করে সেখান থেকে পালায় সে।

রক্তাক্ত সিমরনজিতকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে শ্রীনগরে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশ ওই বন্দুকবাজের খোঁজ শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk