শুক্রবার রাত থেকেই শুরু হওয়ার কথা। চলবে রবিবার পর্যন্ত। হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকা জুড়ে প্রবল তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কাস্পিয়ান সাগরের ওপর তৈরি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারতের উত্তর অংশে প্রভাব বিস্তার করছে। ফলে তৈরি হয়েছে প্রবল বর্ষণ ও তুষারপাতের সম্ভাবনা। হিমাচলের পাহাড়ি এলাকা সিমলা, কুলু, মান্ডি, চাম্বা, লাহুল-স্পিতি সহ বিভিন্ন জায়গায় প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস মানুষজনকে বাড়ি থেকে বার হওয়া নিয়ে সতর্কতার কথা জানিয়েছে।
হিমাচলে এবার শীতে পারদ পতন অব্যাহত থাকলেও তেমন তুষারপাত হচ্ছিল না। এমনকি বড়দিন বা বছর শেষে তুষার দেখার জন্য যেখানে সিমলা সহ হিমাচলের বিভিন্ন পর্যটনস্থলে ভিড় জমান অগণিত মানুষ, এবার সেখানে তাঁরা নিরাশ হয়েছেন। প্রবল ঠান্ডা পেলেও তুষারপাত দেখা ভাগ্যে জোটেনি। ফলে সপ্তাহ শেষে দারুণ একটা তুষারপাত উপভোগের পূর্বাভাসে তাঁদের মনে লাড্ডু ফুটছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)













