National

প্রধানমন্ত্রীর সভায় ‘কালো’-র নো-এন্ট্রি!

Published by
News Desk

কালো পোশাক নয়, কালো জুতো নয়, কালো ব্যাগ নয়, এমনকি কালো মোজাও নয়! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে এভাবেই কালো-র ওপর সাময়িক ব্যান জারি করল ঝাড়খণ্ডের পালামৌ প্রশাসন। প্রধানমন্ত্রীকে কোনওভাবে যাতে কেউ কালো কিছু দেখিয়ে প্রতিবাদ না প্রদর্শন করতে পারেন, সেজন্য গোটা রংটার ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রধানমন্ত্রীর জনসভার আগে এমন এক ফতোয়ায় রীতিমত হৈচৈ পড়ে গেছে।

ঝাড়খণ্ডের প্যারা টিচাররা তাঁদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে সোচ্চার। তাঁদের নেতারা ধর্মঘট করছেন। এই অবস্থায় প্রধানমন্ত্রীকে তাঁরা কালো পতাকা দেখাতে পারেন বলে একটা খবর ছিল প্রশাসনের কাছে। তাই ঝুঁকি না নিয়ে যাবতীয় কালোতেই নিষেধাজ্ঞা জারি করে দিল প্রশাসন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk