National

বছর শুরুর সকালে গ্রামে ঢুকে পড়ল নিয়ন্ত্রণহীন ট্রাক, মৃত কমপক্ষে ৮

Published by
News Desk

বছর শুরুর সকালটা ভাল কাটল না উত্তরপ্রদেশের ইলিয়া গ্রামের। বিহারের সীমান্ত লাগোয়া এই গ্রামে পয়লা জানুয়ারির সকালে শ্মশানের নিস্তব্ধতা আর কান্নার রোল। মঙ্গলবার হাই রোড লাগোয়া এই গ্রামে ঠিকঠাকই শুরু হয়েছিল সকালটা। আচমকাই পাশের রাস্তা ছেড়ে হুড়মুড়িয়ে গ্রামে ঢুকে আসে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক। পিষে দিতে থাকে মানুষজনকে। এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

উত্তরপ্রদেশের চান্দাউলি জেলার দলিত কলোনি হিসাবে পরিচিত ইলিয়া গ্রামের এই ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গ্রামের বেশ কিছু বাড়ির ক্ষতি হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk