National

ঝড় গতির গাড়িতে বর্ষবরণে পৌঁছনোর আগেই দুর্ঘটনায় মৃত ৪ ছাত্র

Published by
News Desk

ঝড়ের গতিতে গাড়ি ছুটে যাচ্ছিল ৬ ছাত্রকে নিয়ে। গন্তব্য ছিল বর্ষবরণের রাতটা সেলিব্রেট করতে বিজয়ওয়াড়া। সকলেই দ্বিতীয় বর্ষের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। অস্বাভাবিক গতিতে থাকা গাড়িটি হাইওয়েতে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। ডিভাইডারে ধাক্কা লাগার পর গাড়িটি গিয়ে ধাক্কা মারে একটি ট্রাকে। গাড়িটি এতটাই গতিতে ধাক্কা মারে যে ট্রাকটি পর্যন্ত টাল সামলাতে না পেরে ওই ধাক্কায় উল্টে যায়। গাড়িটি এরপর দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তায় ধারে উল্টে পড়ে। ট্রাকের চালক ও খালাসি আহত হয়েছেন। অন্যদিকে গাড়িতে থাকা ছাত্রদের মধ্যে ৪ ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালক সহ বাকি ২ ছাত্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় গুন্টুর-চিকালুরিপেতা হাইওয়ের ওপর। মৃত ৪ ছাত্রের সকলেরই বয়স ২০ বছরের কম বলে জানিয়েছে পুলিশ। বর্ষবরণের আগে উদ্দাম গতি কেড়ে নিল তাদের প্রাণ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk