National

শেখ হাসিনাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর, অভিনন্দন মুখ্যমন্ত্রীরও

Published by
News Desk

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ঝোড়ো জয় পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ। ফলে আবারও তিনিই প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন আগামী ৫ বছরের জন্য। এবার নির্বাচনে ১২টা বাদে সব আসনই গিয়েছে আওয়ামী লিগের ঝুলিতে। এমন দুরন্ত জয়ের জন্য শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হাসিনাকে তাঁর আগামী ৫ বছরের কার্যকালের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন। এদিন ট্যুইট করে সেকথা জানান প্রধানমন্ত্রী।

একদিকে যখন প্রধানমন্ত্রী ফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন, তেমনই হাসিনাকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০০টির মধ্যে ২৮৮টি আসনে আওয়ামী লিগের জয়ের জন্য ট্যুইট করে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মমতা।

Share
Published by
News Desk