National

পয়লায় বিপাশার ধারে ‘মহাআরতি’

Published by
News Desk

নদী বাঁচানোর আহ্বান জানিয়ে বিপাশার ধারে এক মহাআরতির আয়োজন করল হিমাচল প্রদেশ প্রশাসন। এমন এক উদ্যোগ দেশে এই প্রথম। ২০১৯ সালের প্রথম দিনে এই মহাআরতি আয়োজিত হবে। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর কুলু শহরে এই অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন। আরতি শুরু হবে বিকেল ৫টায়। আরতি হবে হরিদ্বারের হর কি পৌরি ঘাটে প্রাত্যহিক সন্ধ্যা আরতির মত করেই।

বিপাশার ধারে এই মহাআরতি উপলক্ষে ১২১ জন পুরোহিতকে আনা হচ্ছে। তাঁরা মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই মহাআরতি করবেন। আরতি উপলক্ষে ব্যবহার হবে মাটির প্রদীপ, ফুলের পাপড়ি ও পাতা। আরতির মধ্যে দিয়ে মানুষের কাছে নদীকে রক্ষার আহ্বান পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk