National

হোটেলের স্পা-তে ধর্ষণের শিকার ৫০ বছরের বিদেশিনী

Published by
News Desk

গত ১৯ ডিসেম্বর তাঁর এক সঙ্গীর সঙ্গে চণ্ডীগড় এসেছিলেন এক মধ্যবয়সী ব্রিটিশ মহিলা। এখানেই একটি প্ৰথমসারির হোটেলে উঠেছিলেন তাঁরা। গত শনিবার ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন ওই হোটেলের স্পা-তে তিনি যখন পায়ের পাতার স্পা করাতে যান, তখন স্পায়ের এক কর্মী তাঁকে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে ওই মহিলার বয়স ৫০ বছর। তাঁর অভিযোগক্রমে পুলিশ তদন্ত শুরু করেছে। চণ্ডীগড়ের আইটি পার্ক এলাকায় অবস্থিত ওই হোটেলে ইতিমধ্যেই হাজির হয় পুলিশ।

যার বিরুদ্ধে অভিযোগ ওই হোটেল কর্মীকে অবশ্য এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই বেপাত্তা সে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk