National

ঘাড়ের ওপর ক্রেন ভেঙে পড়ে মৃত ১

Published by
News Desk

কিছুদিন আগেই ঘূর্ণিঝড় ফেথাই আছড়ে পড়েছিল অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে। সেসময়ে যে তাণ্ডব ফেথাই চালিয়েছিল তার জেরে অনেক ক্ষতি হয়। সেই ক্ষতির তালিকায় জায়গা পেয়েছিল কাকিনাড়ার উপকূলের গভীর সমুদ্র বন্দরে জাহাজ থেকে মালপত্র নামানোর জন্য ২টি অতিকায় ক্রেন। যেগুলি সমুদ্র তীর থেকে অনেকটা দূরেই জাহাজের কাছাকাছি রাখা ছিল। ঘূর্ণিঝড়ে ক্রেন ২টির যে ক্ষতি হয়েছিল তারই মেরামতির কাজ চলছিল শনিবার। আচমকাই ২টি ক্রেন ভেঙে পড়ে।

ক্রেন ভেঙে পড়ে শ্রমিকদের ওপর। ঘাড়ের ওপর অমন অতিকায় ক্রেন আছড়ে পড়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মণ কুমার নামে বছর ৩৫-এর এক ব্যক্তির। ১০ জন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk