National

খালের ধার থেকে উদ্ধার ৩ মুণ্ডহীন টুকরো দেহ, ছড়াল আতঙ্ক

Published by
News Desk

খালের ধারে পড়ে আছে একটা প্লাস্টিকের ড্রাম। তার মধ্যে রয়েছে মানুষের রক্তমাখা টুকরো টুকরো করে কাটা দেহাংশ। যা দেখে কার্যত আঁকে ওঠেন গ্রামবাসী। দ্রুত খবর যায় পুলিশ। পুলিশ এসে দেহাংশগুলি উদ্ধার করে। পুলিশ জানাচ্ছে দেহগুলির মধ্যে একটি দেহ ১০ থেকে ১২ বছরের এক কিশোরীর, একটি দেহ একটি ছোট্ট শিশুর। ৩টি দেহেরই মুণ্ড বেপাত্তা। ড্রামে মুণ্ড ছিলনা। এমনভাবে কাটা হয়েছে যে পুলিশ জানাচ্ছে দেহগুলি শনাক্তকরণই কঠিন হয়ে যাবে।

হরিয়ানার ভিওয়ানি-রোহতাক হাইওয়ের ধার ঘেঁষা খড়ক গ্রামে একটি খালের ধার থেকে উদ্ধার হয় দেহাংশগুলি। গ্রামবাসীদেরই প্রথম নজরে আসে বিষয়টি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই কাণ্ড ঘটাল তার খোঁজ শুরু হয়েছে। তবে মুণ্ড না থাকায় মৃতরা কারা সেটা বোঝা নিয়েই সমস্যার সৃষ্টি হয়েছে। পুলিশ আশপাশে ৩টি মুণ্ডর খোঁজ শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk