National

গ্রামের রাস্তায় লুকোনো ২০ কেজি ল্যান্ডমাইন উদ্ধার

Published by
News Desk

গ্রামের রাস্তার ধারে লুকোনো ছিল ২০ কেজি ল্যান্ডমাইন। বিস্ফোরণ হলে যা বেশ ভয়ংকর চেহারা নিয়েই ফাটত। ভয়ংকর ক্ষতির শিকার হত তার চারপাশে থাকা সবকিছু। কিন্তু ফাটার আগেই তা উদ্ধার করে ফেললেন সুরক্ষাকর্মীরা। ঝাড়খণ্ডের গোডা জেলার ঘুটিপাড়া গ্রামের ধার থেকে এই ল্যান্ডমাইন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্রামের ধারে এই ল্যান্ডমাইন লুকিয়েছিল মাওবাদীরা। তাদের টার্গেট ছিল সুরক্ষাবাহিনী। কিন্তু এ যাত্রায় তাদের এই নাশকতার ছক ভেস্তে দিল বাহিনী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk