National

বিদ্যুতের তারে মারণ স্পর্শ, মৃত হাতি

Published by
News Desk

ধানক্ষেতে ঘুরে বেড়াচ্ছিল হাতিটা। লক্ষ্য ছিল এক জায়গায় জমা করে রাখা সবে তোলা ধান খাওয়া। কিন্তু সুযোগ আর সে পেল না। তার আগেই একটি বিদ্যুতের তারে ছোঁয়া লেগে মৃত্যু হল তার। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার পুরচিয়াসাই গ্রামে। বন দফতরের তরফে জানানো হয়েছে, হাতিটি ওই গ্রামে অনেকক্ষণ ধরেই খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল।

প্রসঙ্গত ঝাড়খণ্ডে এখন বিভিন্ন জায়গায় প্রায় ১০০টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। এরা অধিকাংশই দলে রয়েছে। গ্রামে গ্রামে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করছে তারা। সামনে মানুষ পড়লে তাকেও পিষে মারছে। সেভাবেই এই হাতিটি ঢুকেছিল এই গ্রামে। কিন্তু বিদ্যুতের তারে ছোঁয়া লেগে মৃত্যু হল তার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk