National

দূষণ থেকে বাঁচতে শুরু ইলেকট্রিক বাস পরিষেবা

Published by
News Desk

গোটা শহরটা ভয়ংকর দূষণের কোপে জর্জরিত। রীতিমত খবরের শিরোনামে জায়গা পাচ্ছে এ শহরের দূষণমাত্রা। দিল্লিকে সেই ভয়ংকর দূষণের কোপ থেকে বার করে আনতে নানাভাবে চেষ্টা চলছে। তারই অঙ্গ হিসাবে দিল্লিতে পরীক্ষামূলকভাবে চালু হল ইলেকট্রিক বাস। আগামী ৩ মাসের জন্য এটা ট্রায়াল রান হিসাবেই নেওয়া হবে। দিল্লির আনন্দবিহার থেকে মেহরুলি পর্যন্ত ৩৫ আসনের এই বাস চলাচল করবে।

এই ইলেকট্রিক বাস থেকে বায়ু দূষণ ছড়ানোর ভয় নেই। নেই শব্দ দূষণের সমস্যাও। এই বাস যদি ঠিকঠাক চলে তবে আগামী দিনে হয়তো দিল্লিবাসী এক দূষণহীন পরিবহণে সড়কপথে সহজেই গন্তব্য পৌঁছতে পারবেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk