National

১৭ জায়গায় এনআইএ হানা, গ্রেফতার ১০, উদ্ধার প্রচুর অস্ত্র

Published by
News Desk

দেশে লুকিয়ে নাশকতার ছক কার্যত ভেস্তে দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। এনআইএ খবর পায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট-এর মডিউল হরকত-উল-হার্ব-এ-ইসলাম নামে একটি সংগঠন উত্তর ভারতে নাশকতার পরিকল্পনা করছে। তাদের মূল লক্ষ্য দিল্লি। এরপরই বুধবার পরিকল্পিতভাবে ১৭টি জায়গায় একসঙ্গে হানা দেয় এনআইএ। এই হানায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে সন্ত্রাসবাদী কাজের কাগজপত্র।

উত্তরপ্রদেশের এটিএসের সঙ্গে যৌথভাবে এই অপারেশন চালায় এনআইএ। আমরোহা এলাকায় হানা দিয়েই ৫ জনকে গ্রেফতার করা হয়। এখানে ১টি পিস্তল, একটি গ্রেনেড লঞ্চার উদ্ধার হয়। এখানেই এক মডিউল হেড-কে গ্রেফতার করেছে এনআইএ। তার কাছ থেকে বিস্ফোরক তৈরির মশলা মিলেছে। এদিন সিম্বাওলি, লখনউ সহ অন্যান্য জায়গাতেও হানা দেয় এনআইএ। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনার বিষয়ে আরও বিষদে জানা যাবে বলে মনে করছে এনআইএ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk