National

৬ ময়ূরের রহস্য মৃত্যু, ৫ দিনের জন্য বন্ধ চিড়িয়াখানা

Published by
News Desk

একই দিনে ৬টি ময়ূরের রহস্যমৃত্যুতে হৈহৈ পড়ে গেছে পাটনা চিড়িয়াখানায়। কীভাবে একই দিনে ৬টি ময়ূর একসাথে মারা গেল তা কিছুতেই বুঝে উঠতে পারছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাটনার সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যানের নাম সকলের জানা। এখানে পশুপাখি দেখতে ভিড় লেগে থাকে সারা বছর। কিন্তু ময়ূরদের এই রহস্যমৃত্যুতে বছর শেষের ছুটিতেই বন্ধ হয়ে গেল চিড়িয়াখানার দরজা।

কীভাবে দেশের জাতীয় পক্ষীদের মৃত্যু হল তা পরিস্কার না হওয়ায় কোনও ঝুঁকি না নিয়েই বন্ধ করা হয়েছে চিড়িয়াখানার দরজা। বুধবার থেকে ৫ দিন বন্ধ থাকবে চিড়িয়াখানা বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। অন্যদিকে ৬ ময়ূরের রহস্য মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk