National

১২ কোটি টাকার হেরোইন সহ পুলিশের জালে নাইজেরীয় নাগরিক

Published by
News Desk

এক নাইজেরীয় নাগরিকের কাছ থেকে ১২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করল পুলিশ। হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স টি আহমেদ নামে ওই ড্রাগ বিক্রেতাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৩.২ কেজি নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার হয়েছে।

পুলিশ সোমবার দিল্লির সিকন্দরপুর মেট্রো স্টেশনের কাছ থেকে তাকে গ্রেফতার করে। একটি বাইকে করে আসছিল টি আহমেদ। তখনই ওই নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করা হয়। পুলিশ জানাচ্ছে দিল্লিতে একটি বাড়ি ভাড়া করে থাকত সে। পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk