National

বস্তিতে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ৪

Published by
News Desk

বস্তিতে আগুন লেগে মৃত্যু হল ৪ জনের। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্ডিভলির দামু নগর বস্তিতে। সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ এখানে একটি কাপড়ের কারখানায় আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে মৃত্যু হয় এই ৪ জনের। আগুন দ্রুত ছড়াতে থাকে। যার জেরে ঘিঞ্জি বস্তির আশপাশের ঘরগুলিতেও আগুন ধরে যায়। অনেকগুলি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দমকল এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর যখন ধ্বংসস্তূপ পরিস্কার করা হচ্ছিল তখনই ওই ৪টি দগ্ধ দেহ নজরে আসে দমকলকর্মীদের।

স্থানীয়দের দাবি, একটি বাড়ি থেকেই পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। যার জেরে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। বিশাল ধ্বংসস্তূপ পরিস্কার করা সোমবার বেলা পর্যন্ত সম্ভব হয়নি। ধ্বংসস্তূপ সব সাফ না হলে এটাও পরিস্কার হচ্ছে না যে তার মধ্যে আরও দেহ লুকিয়ে আছে কিনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
  • Recent Posts