National

৩ যানের টক্কর, ভয়াবহ আগুন, মৃত ৩

Published by
News Desk

রাতের অন্ধকারে প্রবল গতিতে ছুটে আসছিল একটি বাইক। নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেটি সোজা ধাক্কা মারে সামনে থাকা একটি অটোয়। অটোটি আবার বাইকের আচমকা ধাক্কা সামাল দিতে না পেরে গিয়ে ধাক্কা মারে সামনে থেকে আসা একটি গাড়িতে। সঙ্গে সঙ্গে ৩টি গাড়িতে আগুন ধরে যায়। দাউদাউ করে রাস্তার ওপর জ্বলতে থাকে ৩টি যান।

গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার আমতলী এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। তৃতীয় জনের হাসপাতালে মৃত্যু হয়। বাকি কয়েকজন‌কে হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। মৃত ৩ জনের মধ্যে এক পুরুষ, এক মহিলা ও এক বালক রয়েছে। ৩ জনই অটোর যাত্রী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk