National

কাজে এল না জরুরি অবতরণ, বিমানে মৃত্যু যুবকের

Published by
News Desk

বেঙ্গালুরু যাওয়ার পথে বিমানেই এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটিকে ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। তারপর দ্রুত তাঁকে বিমান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে শনিবার বেলার দিকে।

এদিন বিমানে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন মালদহের বাসিন্দা রাজকুমার কর্মকার। বেলা ১০টা ১০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। ইন্ডিগোর বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থ বোধ করেন। তাঁর অবস্থা বিবেচনা করে বিমানটিকে ভুবনেশ্বরে জরুরি অবতরণ করানো হয়। বিমান কর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালেও নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি।

Share
Published by
News Desk