National

ক্লাস ২-এর ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Published by
News Desk

৯ বছরের মেয়েটি ক্লাস ২-এ পড়ে। গত বুধবার দুপুর নাগাদ সে বান্ধবীদের সাথে স্কুল লাগোয়া একটি গাছের নিচে ফল কুড়োতে যায়। সেখানে এক যুবক বালিকাটিকে ফুঁসলিয়ে পাশের একটি ঘরে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই ওই যুবক মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ স্থানীয়দের। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ওই ঘরের সামনে পৌঁছে যান। তাঁরা পাকড়াও করেন যুবকটিকে।

ঘটনার খবর পেয়ে সেখানে মেয়েটির বাবা-মাও উপস্থিত হন। এরপর অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। নিগৃহীতা ৯ বছরের মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলায় ঘটনাটি ঘটেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk