National

উপনির্বাচনে অসম, মধ্যপ্রদেশ, অরুণাচলে সহজ জয় বিজেপির

Published by
News Desk

পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্য অসম, অরুণাচল প্রদেশ, মধ্য প্রদেশ, ত্রিপুরা, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত পুদুচেরির ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা হল মঙ্গলবার। পশ্চিমবঙ্গে ২টি লোকসভা ও ১টি বিধানসভাই দখল করেছে তৃণমূল কংগ্রেস। অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের তৃতীয় স্ত্রী দাসাঙ্গলু পুল হায়ুলিয়াং বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়লাভ করেছেন। অসমের লখিমপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন বিজেপির প্রধান বড়ুয়া। মধ্যপ্রদেশের সাহাদুল লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন বিজেপি প্রার্থী জ্ঞান সিং। নেপানগর বিধানসভা আসনটিও গেছে বিজেপির দখলে। জিতেছেন বিজেপি প্রার্থী মঞ্জু দাদু। তামিলনাড়ুতে থিরুপারানকুন্দ্রাম বিধানসভা আসনটি জিতে নিয়েছে এডিএমকে। ত্রিপুরার ২টি বিধানসভা আসন বরজালা ও খোয়াই ২টিই জিতে নিয়েছে শাসক সিপিএম।

পুদুচেরির নেলিথোপে বিধানসভা আসন থেকে সহজে জিতেছেন কংগ্রেসের ভি নারায়ণস্বামী। তিনি বর্তমানে পুদুচেরির মুখ্যমন্ত্রী। কিন্তু নিজে সাংসদ হওয়ায় তাঁর পদ ধরে রাখতে তাঁকে বিধানসভা আসনে জেতা জরুরি ছিল। সেই সাংবিধানিক শর্ত তিনি এদিন জিতে পূরণ করে নিলেন।

Share
Published by
News Desk