National

ব্রিটিশ মহিলাকে ধর্ষণ করে লুঠ, গ্রেফতার তামিল যুবক

Published by
News Desk

তখন ভোর-রাত। ঘড়ির কাঁটায় সাড়ে ৪টে। শুনশান গোয়ার কানাকোনা রেলওয়ে স্টেশনে পৌঁছেও ট্রেন ধরতে ব্যর্থ হন মধ্যবয়সী এক ব্রিটিশ মহিলা পর্যটক। অগত্যা পালোলেম বিচের কাছে তাঁর গেস্ট হাউসে ফিরে আসছিলেন তিনি। গাঢ় ঘুমে মগ্ন গোয়া তখন খাঁ খাঁ করছে। এমন সময় এক যুবক তাঁকে তাড়া করে তাঁর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দুষ্কৃতির হাত থেকে রেহাই পেতে ছুটতে শুরু করেন ওই মহিলাও। কিন্তু কাছের একটি মাঠের মধ্যে তাঁকে ধরে ফেলে ওই যুবক। অভিযোগ সেখানেই ওই মহিলাকে ধর্ষণ করে সে। তারপর মহিলার সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

পুলিশ ঘটনার দ্রুত তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তের খোঁজ পায়। তারপরই মারগাঁও রেলওয়ে স্টেশন থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশে জানায়, ওই যুবকের নাম রামচন্দ্রন। তামিলনাড়ুর তাঞ্জাভুরের বাসিন্দা সে। তবে গত ১০ বছরে অনেকবার সে গোয়ায় এসেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk