National

ঘন কুয়াশায় জেরে ভয়ংকর দুর্ঘটনা, মৃত ২ স্কুল পড়ুয়া

Published by
News Desk

প্রবল ঠান্ডা। সঙ্গে ঘন কুয়াশার দাপট। ফলে রাস্তায় দৃশ্যমানতা রীতিমত তলানিতে ঠেকেছে। তাবলে তো স্কুল, কলেজ, অফিস বন্ধ হয়না। বৃহস্পতিবার সকালে হরিয়ানার কার্নাল জেলার জানসারো গ্রামের কাছে কার্নাল ইন্দ্রি হাইওয়ে ধরে পড়ুয়াদের নিয়ে ছুটে যাচ্ছিল একটি স্কুল বাস। উল্টো দিক থেকে সে সময়ে ছুটে আসছিল একটি ট্রাক। ট্রাকটির সঙ্গে স্কুল বাসের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ পড়ুয়ার। দুর্ঘটনার জেরে স্কুল বাসের চালক সহ ১০ জন স্কুল পড়ুয়া আহত হয়েছে। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরই স্থানীয় জনতার ক্ষোভ আছড়ে গিয়ে পড়ে ট্রাকটির ওপর। ট্রাকে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ জনতা। পরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk