National

দিনভর বৃষ্টির পর রাতে কনকনে হাওয়ার দাপট, মৃত কৃষক

Published by
News Desk

সকালে গরু কিনতে হাটে গিয়েছিলেন লোহর সাই নামে মধ্যবয়সী এক কৃষক। ছত্তিসগড়ে চারখাপারা মবেশ বাজার থেকে একটি গরু কেনেনও তিনি। তারপর পায়ে হেঁটে জশপুর জেলার কারডেগা গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথে একটি গ্রামের পাশে তাঁর সঙ্গীর আসার জন্য একটু থামেন তিনি। রাস্তার পাশের খেতে বিশ্রাম নিতে শুরু করেন। এদিকে ছত্তিসগড় জুড়েই গত সোমবার দিনভর প্রবল বৃষ্টি হয়েছে। ফলে সন্ধে নামতে সেখানে প্রবল ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। কনকনে ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে লোহর সাই একটি পাতলা চাদর গায়ে মুড়ে বিশ্রাম নিচ্ছিলেন। পুলিশের দাবি, তখনই ঠান্ডায় তাঁর মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজনের নজরে পড়ে দেহটি। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Share
Published by
News Desk