National

চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, মৃত ৪

Published by
News Desk

গাড়ি চালাতে চালাতে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালক। আর সেটাই দুর্ঘটনার মূল কারণ। অন্তত প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে পুলিশ। গাড়ি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় অযোধ্যা লখনউ হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল গাড়িটি। গাড়ির গতি ছিল যথেষ্ট। আচমকাই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।

এই দুর্ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছেন। তাঁকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk