National

মাদক সমেত গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

Published by
News Desk

মাদকজাতীয় দ্রব্য রাখার অভিযোগে নিজের গাড়ির ড্রাইভার সহ গ্রেফতার হলেন জনপ্রিয় টিভি ও ফিল্ম অভিনেত্রী। গ্রেফতার হওয়া অভিনেত্রীর নাম অশ্বথী বাবু। তিনি মালয়ালম বিনোদন জগতে এক পরিচিত মুখ। কোচির ত্রিকক্করা থানার পুলিশ অশ্বথী বাবুর গ্রেফতার হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, অশ্বথী বাবু ও তাঁর ড্রাইভারকে এমডিএমএ নামক মাদকজাতীয় দ্রব্য সমেত আটক করা হয়। অশ্বথী বাবু সেই সময় তাঁর আবাসনের কাছেই একটি জায়গায় গ্রাহকের অপেক্ষায় ছিলেন। সেই সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। অশ্বথী বাবুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ও ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওই আধিকারিক।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk