National

বিয়েবাড়ি যাওয়ার পথে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪

Published by
News Desk

গত শনিবার রাতে ২টি গাড়িই বিয়েবাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিল। একটি টাটা সাফারি ও অন্যটি মারুতি ভ্যান। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের উন্নাও জেলার পূর্বা-উন্নাও সড়কে শনিবার মধ্যরাতে গাড়ি ২টি মুখোমুখি চলে আসে। ২টি গাড়ির চালকই সংঘর্ষ এড়াতে ব্যর্থ হন। প্রবল গতিতে একে অপরকে ধাক্কা মারে গাড়ি ২টি। সংঘর্ষের প্রবলতায় মারুতি ভ্যানটি খাদে পড়ে যায়। সাফারি গাড়িটি রাস্তার ওপর পালটি খেয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতি ভ্যানে সওয়ার ১৯ বছরের মহেশ ও ২৫ বছরের সুরেশের।

আহত অবস্থায় বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাফারির যাত্রী পাপ্পু ও আশিস শুক্লার। আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk