National

সাইকেল পিষে দিল ট্রাক, মৃত দাদা, গুরুতর জখম বোন

Published by
News Desk

দাদার বয়স ১২ বছর, বোনের ১০ বছর। এই ২ কিশোর-কিশোরী বাজার করে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। রবিবার দুপুরবেলা ভরা বাজারে সকলের চোখের সামনে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ গেল দাদা সূরজের। বোন পিঙ্কি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটা জেলার নিধৌলি কালানে।

রবিবার দুপুরে ২ ভাইবোন সাইকেলে চড়ে বাজার থেকে বাড়ি ফেরার সময় একটি বেপরোয়া ট্রাক পেছন থেকে প্রবল গতিতে এসে ধাক্কা মারে সাইকেলটিকে। পিষে দেয় দাদা সূরজকে, ভয়ানক ভাবে জখম হয় বোন পিঙ্কি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সূরজের। পিঙ্কিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে পিঙ্কিকে আগ্রা রেফার করে দেয় জেলা হাসপাতাল।

ঘাতক ট্রাকটির চালককে ধাওয়া করে ট্রাক সমেত ধরে ফেলেন এলাকাবাসী। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk