National

কোমর কষছে কেন্দ্র-বিরোধী দু’পক্ষই

Published by
News Desk

রাত পোহালেই শুরু সংসদের শীতকালীন অধিবেশন। আর সেখানেই কেন্দ্রকে চেপে ধরতে মঙ্গলবার বৈঠক করলেন কংগ্রেস, সিপিএম, তৃণমূল সহ অন্যান্য দলের সাংসদেরা। সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে এনডিটিভি-র ওপর নিষেধাজ্ঞা। অথবা নোট বাতিলের মত সিদ্ধান্ত। সব কিছু নিয়েই একযোগে কেন্দ্রকে আক্রমণ করতে পারলে যে কেন্দ্রের ওপর চাপ বাড়ানো যাবে তা তাঁরা জানেন। তাই এবার তথাকথিত ইগো ছেড়ে একযোগ তাঁরা।

এদিকে সংসদের দরজা খুললেই যে তাঁদের বিরোধী আক্রমণের মুখে পড়তে হবে তা বিলক্ষণ জানে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাই সেই আক্রমণ কেমন করে ঠেকানো হবে তার রণকৌশল ঠিক করতে এদিন সংসদীয় বোর্ডের বৈঠক করে বিজেপিও। ফলে দুই পক্ষই তৈরি। এখন দেখার বুধবার কোন দিকে যায় সংসদের অধিবেশন।

Share
Published by
News Desk