National

দাঁড়ানো ট্রাকে গাড়ির ধাক্কা, ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

Published by
News Desk

বিয়ে উপলক্ষে ২ মেয়েকে নিয়ে উত্তরপ্রদেশের বেলবাইতে বাপের বাড়ি এসেছিলেন সীমা। বিয়ে শেষে ফিরছিলেন শ্বশুরবাড়ি। দিল্লিতে তাঁর শ্বশুরবাড়িতে সীমাকে পৌঁছতে যাচ্ছিলেন তাঁর ভাই রাজেন্দ্র গিরি। একটি ওয়াগন আর গাড়ির সামনের সিটে বসেছিলেন ভাই-বোন। পিছনের সিটে সীমার ১০ ও ৬ বছরের ২ মেয়ে। আকবরপুর-অযোধ্যা রোডে তাঁদের গাড়ি শনিবার বিকেল ৫টা নাগাদ তিওয়াড়িপুর গ্রাম পার করছিল। সে সময়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা ট্রাকটির পিছনে গিয়ে ধাক্কা মারে। প্রবল গতিতে থাকা গাড়ির বেশ কিছুটা অংশ ট্রাকের পিছনে ঢুকে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় স্টিয়ারিংয়ে থাকা রাজেন্দ্র ও পাশে বসা সীমার। সীমার ২ মেয়ে গুরুতর আহত হয়। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাদের লখনউয়ের হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজেন্দ্র ও সীমার দেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk