National

এক মহিলা ছুটে এসে জানালেন বিমানে বোমা, বিমানবন্দরে হুলুস্থুলু

Published by
News Desk

মুম্বই বিমানবন্দরে শনিবার একেবারে হুলুস্থুলু কাণ্ড। গো এয়ারের বিমানে দিল্লি যাচ্ছিলেন ৪১ বছরের উমা নারায়ণ কন্নাদশন। তিনি হঠাৎ ছুটে এসে ইন্ডিগো চেকইন কাউন্টারে গিয়ে জানান লখনউগামী বিমানে বোমা রয়েছে। কয়েকজনের ছবিও দেখান তিনি। দাবি করেন এরাই বোমা রেখেছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় সিআইএসএফ। ওই মহিলাকে নিয়ে গিয়ে শুরু হয় বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে ইন্ডিগোর মুম্বই থেকে দিল্লি হয়ে লখনউগামী বিমানটিকে থামিয়ে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি।

তন্নতন্ন করে তল্লাশি হয় যাত্রী থেকে তাঁদের লাগেজের। তল্লাশি হয় বিমানের আনাচকানাচ। তবে বোমা মেলেনি। পরে ইন্ডিগো জানায় ওই মহিলা নাকি মানসিকভাবে সুস্থ নন। অবশেষে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর সকাল ৭টায় যাত্রী নিয়ে গন্তব্যে উড়ে যায় বিমানটি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk