জম্মু কাশ্মীরে প্রবল তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, ছবি - আইএএনএস
এমনিতেই এখানে অনেক জায়গায় তুষারপাত হচ্ছে। রাস্তার অবস্থা সুবিধের নয়। তারমধ্যে দৃশ্যমানতাও যে খুব পরিস্কার তাও নয়। এই অবস্থায় ঝুঁকির যাতায়াত। সেই যাতায়াতের পথেই ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। জম্মু কাশ্মীরে এখন প্রবল ঠান্ডা। তারমধ্যেই মানুষকে কাজে কর্মে বাইরে বার হতেই হচ্ছে। বৃহস্পতিবার রাতের দিকে রিয়াসি জেলায় সুজানধর গ্রামের দিকে যাচ্ছিল একটি গাড়ি। যাত্রী বোঝাই অবস্থায় পাহাড়ি রাস্তা দিয়ে এগোচ্ছিল গাড়িটি। এমন সময় চালক নিয়ন্ত্রণ হারান।
পাহাড়ি পথে নিয়ন্ত্রণহীন গাড়ি যাত্রীদের নিয়ে গড়িয়ে পড়ে রাস্তার পাশের গভীর গিরিখাতে। ধামাসগালির এই খাদে উল্টে যাওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)