National

মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত, ডেপুটি শচীন

Published by
News Desk

৩ দিন ধরে টানটান উত্তেজনার সমাপ্তি। রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গেহলৌত। রাজস্থান প্রদেশের কংগ্রেসের প্রধান শচীন পাইলট হচ্ছেন উপ-মুখ্যমন্ত্রী। এদিন একথা ঘোষণা করেন রাজস্থানে কংগ্রেসের অবজার্ভার কেসি বেনুগোপাল। তবে তিনি এটাও পরিস্কার করে দেন তিনি ঘোষণা করছেন ঠিকই। কিন্তু সিদ্ধান্তটি নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

১৯৯ আসনের রাজস্থান বিধানসভায় ১০০ আসন ছিল ম্যাজিক ফিগার। আর সেটাই পায় কংগ্রেস। ফলে এখানে কারও সমর্থন দরকার নেই তাদের সরকার গড়ার জন্য। তবে বিএসপি ও কয়েকটি নির্দল তাদের সমর্থন জানিয়ে দিয়েছে। কংগ্রেসের এই জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই শুরু হয় মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন। জয়পুরে কংগ্রেসের শচীনপন্থী ও অশোকপন্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী পদ পাওয়া নিয়ে ঝগড়া অশান্তি, ধস্তাধস্তিও হয়। যদিও কংগ্রেসের তরফে এটা হাতাহাতি বলে স্বীকার করা হয়নি। দিল্লিতেও এই ২ নবীন ও প্রবীণ নেতা দরবার শুরু করেন। অবশেষে সব জল্পনার অবসান। রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে অশোক গেহলৌতকে বেছে নিলেন রাহুল গান্ধী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk