National

কমল নাথই মুখ্যমন্ত্রী, শপথ ১৭ ডিসেম্বর

Published by
News Desk

২ দিনের দড়ি টানাটানির পর অবশেষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন কমল নাথ। বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ, নাকি যুবা কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কে বসবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে? এই নিয়ে টানটান উত্তেজনা ছিল কংগ্রেসের অন্দরে। অবশেষে বৃহস্পতিবার রাতে কংগ্রেস হাইকমান্ড স্থির করে কমল নাথই হবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন কমল নাথ সহ কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে কমল নাথকে মধ্যপ্রদেশের আইন পরিষদের প্রধান হিসাবে বেছে নেওয়ার কথা জানান। এরপরই কমল নাথের হাতে মুখ্যমন্ত্রী পদে যোগদানের চিঠি তুলে দেন রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।

আগামী ১৭ ডিসেম্বর ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে বিশাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নেবেন কমল নাথ। এদিন মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষিত হওয়ার পর কমল নাথ বলেন, মুখ্যমন্ত্রী হয়ে প্রথমে তিনি ২টি কাজে মনোনিবেশ করবেন। কৃষিক্ষেত্রের উন্নতি ও কর্মসংস্থান হবে তাঁর সবচেয়ে বড় কাজ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk