National

প্রবল তুষারপাত, বন্ধ হাইওয়ে

Published by
News Desk

জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ সর্বত্রই এখন তুষারপাতের কবলে। অধিকাংশ জায়গায় তুষারপাত হচ্ছে। ফলে রাস্তা বরফের চাদরে ঢেকে যাচ্ছে। আর তুষারপাত হলে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। জম্মু কাশ্মীরের যে তুষারপাত বিভিন্ন এলাকায় হচ্ছে তার জেরে অনেক জায়গায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। যেমন হল শ্রীনগর-জম্মু হাইওয়ের মত গুরুত্বপূর্ণ রাস্তায়। প্রবল তুষারপাতের জেরে এই রাস্তায় যান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে প্রশাসন।

রাস্তায় বরফ পড়ে থাকায় তার ওপর দিয়ে গাড়ি যাতায়াত ঝুঁকির। তাই এই সিদ্ধান্ত বলে জানিয়ে দিয়েছে সে রাজ্যের পুলিশ। যদি কেউ কোনও রাস্তা ধরবেন কিনা বুঝে উঠতে না পারেন তার জন্য পুলিশের পরামর্শ নিতেও অনুরোধ করা হয়েছে। তুষারপাতে পাহাড়, উপত্যকা ছবির মত সুন্দর হয়ে ওঠে। কিন্তু স্থানীয় জনজীবনে এই সৌন্দর্য অনেক সমস্যাও ডেকে আনে। স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk