National

মিজোরামের ৯০ শতাংশ বিধায়কই কোটিপতি!

Published by
News Desk

মিজোরামে ১০ বছর রাজত্ব করার পর এবার শোচনীয়ভাবে ক্ষমতা হারাতে হয়েছে কংগ্রেসকে। ক্ষমতায় এসেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। কিন্তু ক্ষমতায় আসার পর একটি সমীক্ষা রিপোর্ট তাদের কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিয়েছে। নির্বাচন কমিশনের কাছে তারা যে অ্যাসেট প্রকাশ করে হলফনামা জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে ৪০ জন বিধায়কের মধ্যে ৩৮ জনই কোটিপতি!

অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্ম একটি সমীক্ষা করে এই রিপোর্ট পেশ করেছে। ২০১৩ সালে সেখানে যে নির্বাচন হয়েছিল তাতে দেখা গিয়েছিল ৪০ জনের মধ্যে ৩০ জন বিধায়ক ছিলেন কোটিপতি। প্রসঙ্গত মিজোরামে মাথাপিছু আয়ই হয় ৯৫ হাজার ৩১৭ টাকা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk