National

বৃষ্টি, তুষারপাতে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতল

Published by
News Desk

চারদিকে পাহাড় আর পাহাড়। তারমাঝে বেশ কিছুটা সমতলের অংশ। উত্তরাখণ্ডে এই সমতল এলাকায় গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হয়েছে। আর এখানকার পাহাড় জুড়ে হয়েছে তুষারপাত। তার জেরে এখন গোটা উত্তরাখণ্ড জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। যার প্রভাবে কনকনে ঠান্ডায় হিহি করে কাঁপছে গোটা রাজ্য।

কেদারনাথ, হেমকুণ্ড, গোমুখ, বদ্রিনাথ, নাগ তিব্বা, গঙ্গোত্রী, যমুনোত্রী, হর্সিল সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। গোটা এলাকা পুরু সাদা চাদরে ঢেকে গেছে। এমন অবস্থা, স্থানীয় লোকজন বাড়ি থেকেই বার হতে পারছেন না। উত্তরাখণ্ডের সিংহভাগ মানুষই ঠান্ডার চোটে বুধবার নিজেদের গৃহবন্দি করে রাখেন। খুব দরকার না পড়লে কেউই বাড়ি থেকে বার হচ্ছেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk