প্রতীকী ছবি
অটোয় করে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। সেই সময়ে আচমকাই অটোয় ধাক্কা মারে একটি বেপরোয়া গতির ট্রাক। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে অটো। ঘটনাস্থলেই মারা যান ৩ মহিলা যাত্রী। রক্তাক্ত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুরশানা গ্রামের কাছে।
এই ঘটনার জেরে গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের গাড়ির ওপর হামলা হয়। শুরু হয় পাথর বৃষ্টি। দীর্ঘক্ষণ এলাকায় উত্তেজনা ছিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)