National

বঙ্গোপসাগরে ফের শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, সপ্তাহান্তে বৃষ্টি

Published by
News Desk

দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর ক্রমশ শক্তিশালী হচ্ছে একটি নিম্নচাপ। যা ক্ষমতা বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে বলে মনে করছেন আবহবিদেরা। যার জেরে এই সপ্তাহের শেষের দিকে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই তামিলনাড়ুর আকাশে মেঘ জমতে শুরু করেছে। এই অবস্থা বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আগামী ২ দিনের মধ্যে তা শক্তিশালী নিম্নচাপের চেহারা নিয়ে আগুয়ান হবে। সমুদ্র থেকে স্থলভূমিতে প্রবেশের সময় ঝড়ের গতি থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ইতিমধ্যেই মৎস্যজীবীদের দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে যেতে মানা করেছে মৌসম ভবন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk