National

টাকা তুললেন প্রধানমন্ত্রীর মা

Published by
News Desk

আর পাঁচজনের মত লাইনে দাঁড়িয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন। ৯৬ বছরের এই বৃদ্ধা সেভাবে হাঁটতে পারেননা। তাই এদিন তাঁকে হুইলচেয়ারে করে ব্যাঙ্কে নিয়ে আসেন দুই মহিলা।

গুজরাটের রাধানগরের ওরিয়েন্টাল ব্যাঙ্কের শাখায় পৌঁছে সেখানে আর পাঁচজন যেভাবে লাইনে দাঁড়িয়ে ছিলেন সেভাবেই তিনিও লাইন দেন। ব্যাঙ্কের কাউন্টারে পৌঁছে সইসাবুদ করে টাকাও নেন তিনি। পরে নিজের হাতেই একটি নতুন ২ হাজার টাকার নোট তুলে সকলকে দেখান। মোট ৪ হাজার টাকা তোলেন এই অশীতিপর বৃদ্ধা।

Share
Published by
News Desk