National

বিয়েবাড়ি থেকে ফেরার পথে পিকআপ ভ্যানে গাড়ির ধাক্কা, মৃত ৫

Published by
News Desk

বিয়ে বাড়ি থেরে মারুতি আরটিগা গাড়িতে ফিরছিলেন ৩ জন। সকলেই হরিয়ানার রেওয়ারি এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। রেওয়ারি ফেরার পথে মহেন্দ্রগড়-নারনাউল সড়কের ওপর রেওয়ারি থেকে ৫ কিলোমিটার দূরে সাহারনওয়াস গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। প্রবল গতিতে থাকা গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। তারপর ডিগবাজি খেয়ে গিয়ে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে। ২টি গাড়িই দুমড়ে মুচড়ে যায়।

পিকআপ ভ্যানে চালক ছাড়াও ছিলেন একটি গ্রামের গ্রামপ্রধান ও এক আইনজীবী। তাঁদের ২ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃত্যু হয় মারুতিতে থাকা ৩ জনেরও। একমাত্র পিকআপ ভ্যানের চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk