National

প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক বলে এনডিএ ছাড়লেন উপেন্দ্র কুশওয়াহা

Published by
News Desk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সোমবার এমনই মারাত্মক অভিযোগ করে বিজেপির নেতৃত্বে কেন্দ্রে সরকার চালানো এনডিএ এবং মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন রাষ্ট্রীয় লোক সমতা দলের সাংসদ উপেন্দ্র কুশওয়াহা। কুশওয়াহা এদিন আরও অভিযোগ করেন যে বিজেপি শুধু আরএসএস এজেন্ডার প্রচার চালাচ্ছে। তিনি তাঁর পদত্যাগপত্রে প্রধানমন্ত্রীকে লিখেছেন, এটাই প্রধান দ্বন্দ্ব যে আপনি নির্বাচনের আগে মানুষকে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর ক্ষমতায় আসার পর বাস্তবে আপনি কী দিলেন।

মোদী সরকারে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন উপেন্দ্র কুশওয়াহা। এদিন তিনি দাবি করেন বিজেপি সরকার কেবলমাত্র আরএসএস-এর এজেন্ডা ধরে কাজ করছে। এদিকে ২০১৯-এর লোকসভা ভোটের মুখেই এনডিএ-তে এভাবে একের পর এক ভাঙন বিজেপি নেতৃত্বের কপালের ভাঁজ পুরু করেছে। এটা গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk