National

বিয়েবাড়ি এসে গাড়ির তলায় পিষে প্রাণ গেল কিশোরের

Published by
News Desk

১৪ বছরের কিশোর কুলদীপ মায়ের সঙ্গে মাসির বাড়ি এসেছিল বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। মর্মান্তিক দুর্ঘটনায় বিয়েবাড়ির সেই আনন্দ পরিণত হল বিষাদে। একটি বেপরোয়া গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হল কুলদীপের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায়।

স্থানীয় সূত্রে খবর, গত ৭ ডিসেম্বর মায়ের সঙ্গে তার মাসির বাড়ি আসে কুলদীপ। গত রবিবার দুপুরবেলা সে গ্রামের পাশেই খেলতে যায়। তখনই একটি গাড়ি পিষে দেয় কিশোর কুলদীপকে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা কুলদীপকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk