National

দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে বাইকের ধাক্কা, মৃত ২

Published by
News Desk

কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৩ যুবক। ৩ জন একটাই বাইকে সওয়ার ছিলেন। কিন্তু নিয়তির এমনই পরিহাস যে একটি দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে গিয়ে ধাক্কা মারে বাইকটি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ধান ভর্তি ট্রাক্টরটির পেছনে ধাক্কা মারার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ যুবকের। গুরুতর আহত অবস্থায় অপর যুবকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।

পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ট্রাক্টরটির চালক সহ গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk