National

গভীর খাদে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, মৃত ১৪

Published by
News Desk

জম্মু কাশ্মীরের অনেক জায়গায় পাহাড়ি দুর্গম যাত্রাপথ। পাহাড় কেটে তৈরি রাস্তা ধরে প্রাণ হাতে করে যাতায়াত। এখানে বাস চালকরাও এমন রাস্তায় হাত পাকিয়ে ফেলেছেন। কিন্তু তাতেও শনিবার সকালে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। পুঞ্চ জেলার মান্ডি এলাকার পাহাড়ি রাস্তা ধরে ছুটে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। একপাশে পাহাড়, অন্যপাশে গভীর খাদ। এমন দুর্গম পথে যাওয়ার সময় আচমকাই বাসের ওপর নিয়ন্ত্রণ হারান চালক। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত বাস রাস্তা ছেড়ে পড়ে যায় পাশের সুগভীর খাদে।

খাদে গড়াতে গড়াতে পড়া বাসে তখন শুধুই আর্তনাদের শব্দ। খাদে উল্টে পড়ার পর শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। বাকি ১৬ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk