National

স্বাভাবিক জীবনে ফিরেও রেহাই নেই, গুলিবিদ্ধ প্রাক্তন জঙ্গি

Published by
News Desk

লামফেল গ্রুপ অফ কাঙ্গলিপাক কমিউনিস্ট পার্টি। মনিপুরের একটি নিষিদ্ধ সংগঠন। সেই সংগঠনেরই এক সদস্য ছিলেন এস মধুচন্দ্র। একটা বড় সময় সংগঠনের হয়ে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার পর অবশেষে ২০১৭ সালে মধুচন্দ্র পুলিশের কাছে অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করেন। স্বাভাবিক জীবনে ফেরাই ছিল তাঁর উদ্দেশ্য।

এরপর থেকে স্বাভাবিক জীবনই কাটাচ্ছিলেন তিনি। শনিবার সকালে অন্য দিনের মতই মনিপুরের থাঙ্গমিবন্দ ওয়াথেম লেইরাক শহরে নিজের বাড়ির সামনে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়েই এক আততায়ী তাঁকে গুলি করে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাক্তন জঙ্গি হিসাবে পরিচিত মধুচন্দ্রর। আততায়ী চম্পট দিলেও তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk