National

জাতীয় সংগীত চলাকালীন মঞ্চে লুটিয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী

Published by
News Desk

সুগারের সমস্যা রয়েছে। তাই নিয়েই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত একটানা ব্যস্ত থাকেন তিনি। সকাল ৬টায় শুরু হয় যোগা দিয়ে। রাত ১২টা পর্যন্ত চলে বিভিন্ন কাজ। তিনি কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী। শুক্রবার তিনি যোগ দেন মহারাষ্ট্রের আহমেদ নগরের মহাত্মা ফুলে কৃষি বিদ্যাপীঠ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সমাবর্তনে। সেখানে জাতীয় সংগীত চলাকালীন সকলের সঙ্গে তিনিও মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। সেসময়ে আচমকাই তিনি অচেতন হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন। তাঁকে ধরতে এগিয়ে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি রাও পর্যন্ত।

পরে তাঁকে একটি সরকারি অতিথিশালায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকেরা। দেহের সুগার লেভেল পড়ে যাওয়া এমন হয়েছিল বলে জানান চিকিৎসকেরা। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে একটি হেলিকপ্টারে নিতিন গডকরী উড়ে যান সাই বাবা মন্দিরে। সেখান থেকে একটি প্রাইভেট বিমানে উড়ে যান নাগপুরে নিজের বাড়িতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk