National

রাহুল গান্ধীর জামাইবাবুর অফিসে ইডি হানা

Published by
News Desk

রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট বঢরার অফিসে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুক্রবার বেলা ১১টা নাগাদ দিল্লির সুখদেও বিহার অফিসের হানা দেন তাঁরা। ২০১২ সালে রাজস্থানের বিকানের-এর কোলায়াত এলাকায় একটি জমি কেনা সংক্রান্ত দুর্নীতির অভিযোগে রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। এদিন রবার্টের অফিস ছাড়াও তাঁর ঘনিষ্ঠদের দিল্লি ও বেঙ্গালুরু অফিসে হানা দেন ইডির তদন্তকারীরা।

গত ৩০ নভেম্বর রবার্ট বঢরাকে ইডি দফতরে হাজিরা দিতে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু ইডির তরফে দাবি করা হয় সেই সমনকে গুরুত্ব না দিয়ে ওদিন হাজির হননি রবার্ট। এমনকি নিজের কোনও উকিলকেও পাঠাননি। তারপরই এই হানার ঘটনা ঘটল।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk